Welcome to DAPS
daps-school-logo

Dhaka Adventist Pre-Seminary and School
School Code (Board): 1396 || EIIN: 134794

mujib-borsho
ভর্তি পদ্ধতি :
ভর্তি পদ্ধতি :

১। প্রতি বছরের অক্টোবর প্রথম সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত নতুনদের জন্য ৫০০ টাকা (অফেরৎযোগ্য) একটি ভর্তি ফর্ম এবং নিয়ম-কানুনের বুকলেট প্রদান করা হয়। ফর্ম যথাযথ ভাবে পূরণ করে অফিস কর্তৃক নির্ধারিত সময়ে স্কুল অফিসে জমা দিতে হয়। নতুন ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর জন্মসনদ, তিনকপি পাসপোর্ট আকারের এবং অভিভাবকের তিন কপি পাসপোর্ট আকার ছবি (বাবার এক কপি এবং মায়ের দুই কপি ছবি) এবং জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ফর্মের সঙ্গে জমা দিতে হয়।

২। প্রি-প্লে ও প্লে ক্লাসে শুধু মৌখিক, এছাড়া নার্সারী থেকে পরর্বতী সকল ক্লাসে বাংলা, ইংরেজি, গণিত এর উপর নির্ধারিত তারিখ অনুযায়ী একটি লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হয়ে থাকে।

৩। প্রথম-নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য বিগত স্কুলের প্রত্যয়ন পত্র বাধ্যতামুলক।

৪। এভাবে লিখিত এবং মৌখিক পরীক্ষার পর নির্ধারিত তারিখে বোর্ডে ফলাফল দিয়ে দেয়া হয় সেখান থেকে অভিভাবকগণ নিজ নিজ ছেলে মেয়ে উত্তীর্ণ হল কি-না তা দেখে নেন। এর পর ‘আগে আসলে আগে’ ভর্তি প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে প্রতি দিনের জন্য ২০০.০০ (দুই শত) টাকা জরিমানা দিয়ে ভর্তি হতে হয়। নতুবা ভর্তি বাতিল বলে গণ্য হয়।

 

ভর্তি মাসিক ফিসের তথ্য:

 প্রতি মাসের টিউশন ফি মাসের ১-১৫ তারিখের মধ্যে স্কুল অফিস কর্তৃক নির্ধারিত সময়সূচী অনুযায়ী পরিশোধ করতে হবে। উক্ত সময়ের মধ্যে টিউশন ফি পরিশোধ করতে না পারলে পরবর্তী মাসে বিলম্বের জন্য ৫০.০০ (পঞ্চাশ) টাকা হারে জরিমানাসহ ফি পরিশোধ করতে হবে। টিউশন ফি-এর রশিদ প্রয়োজন হলে দেখাতে প্রস্তুত থাকতে হবে। নির্ধারিত সময় ব্যাতিত অন্য কোন সময়ে স্কুল ফি নেয়া হয় না। অনলাইনের মাধ্যমে যে কোন সময় মাসিক বেতন দিতে পারবে।

সকল প্রকার বেতনাদি পরিশোধের ভিত্তিতে প্রতিটি শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ গ্রহণের আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হয়। গ্রীষ্মকালীন ছুটির জন্য জুন মাস এবং শীতকালীন ছুটির জন্য ডিসেম্বর মাসের বেতন অগ্রিম পরিশোধ করতে হয়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৭২৪০৭৯৩১৬, ০১৭২৪৩০২৬৭৩ ও ০১৯১৫৫৩৯০১৬ নম্বরে এবং ভিজিট করুন www.daps.edu.bd

 

বিভিন্ন শ্রেণিতে ভর্তির বয়স-সীমা :

শ্রেণী                                     বয়স-সীমা                          শ্রেণি                                     বয়স-সীমা

প্রি-প্লে গ্রুপ                      ২.৫ এবং তদূর্ধ্ব                            কিন্ডার গার্টেন                   ৫ এবং তদূর্ধ্ব

প্লে গ্রুপ                             ৩ এবং তদূর্ধ্ব                     ১ম শ্রেণি                              ৬.৫ এবং তদূর্ধ্ব

নার্সারী                                  ৪ এবং তদূর্ধ্ব                     ২য় শ্রেণি                             ৭.৫ এবং তদূর্ধ্ব

১। ভর্তির সময় গ্রেড কার্ড, ট্রান্সফার সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন সার্টিফিকেট সঙ্গে আনতে হবে।

২। ভর্তির ফর্মের সঙ্গে প্রত্যেক ছাত্র-ছাত্রীর ৩ কপি পাসপোর্ট এবং বাবার ১কপি ও মায়ের ২কপি করে পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করতে হবে।

৩। ভর্তির সময় সন্তানের সঙ্গে বাবা-মা/অভিভাবকে অবশ্যই আসতে হবে নতুবা ভর্তি নেয়া হবে না।

৪। ভর্তির নির্ধারিত তারিখের পর ভর্তির ব্যাপারে কোন দাবী গৃহীত হবে না।

৫। কোন কারণে দেরীতে ভর্তি হলে প্রতিদিনের জন্য ২০০.০০ টাকা জরিমানা দিতে হবে (পুরাতন ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে) ।

৬। সেকশন পরিবর্তন সর্বদা নিরুৎসাহিত করা হয় (সংরক্ষিত)।

৭। প্রতিটি গ্রুপে ৪০ জন করে ছাত্র-ছাত্রী নেওয়া হয়। সেকশন পূর্ণ হলে সেই সেকশন ভর্তির জন্য আর কোন অনুরোধ গ্রহণ করা হয় না। স্কুল কর্তৃপক্ষ ক্লাসের সেকশন নির্ধারণ করেন।